প্রকাশিত: Sat, Apr 29, 2023 3:58 AM আপডেট: Tue, Jan 27, 2026 5:21 AM
৩২০ বছরের পুরনো দৈনিকের মুদ্রণ বন্ধ হয়ে গেলো, থাকবে অনলাইনে
ইমরুল শাহেদ: উইনার জেইটুং পত্রিকাটি অস্ট্রিয়ার সরকার নিয়ন্ত্রিত। পত্রিকার সঙ্গে সরকারের টানাপড়েন চলছিলো এক বছরের বেশি সময় ধরে। অবশেষে দেশটির পার্লামেন্ট বৃহস্পতিবার এটির মুদ্রণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই থেকে বিশ্বের অন্যতম প্রাচীন সংবাদপত্রটি অনলাইন ভার্সনে প্রকাশিত হবে। এর ফলে প্রতিষ্ঠানটির ৪০ সাংবাদিকসহ ২০০ কর্মী চাকরি হারাবে বলে জানিয়েছে সাংবাদিক-কর্মচারী ইউনিয়ন। জিওটিভি
উইনার জেইটুং-এর প্রতিদিনের প্রচার সংখ্যা ২০ হাজার হলেও ছুটির দিনে তা হয়ে যায় দ্বিগুণ। এই দৈনিকটির যাত্রা শুরু হয়েছিল ১৭০৩ সালে। প্রথম দিকে দৈনিকটির নাম ছিল উইনেরিশেস ডায়েরিয়াম। প্রকাশনার ৭৭ বছর পর, ১৭৮০ সালে নাম পরিবর্তন করে রাখা হয় উইনার জেইটুং। প্রথম দিকে এই দৈনিকটি প্রকাশিত হতো ব্যক্তিগত উদ্যোগে। ১৮৫৭ সালে সম্রাট ফ্রাঞ্জ জোসেফ ওয়ান দৈনিকটিকে জাতীয়করণ করেন। সেই থেকে এই দৈনিকটি সরকারি গেজেট হিসেবেই প্রকাশিত হতো।
পার্লামেন্টের তৃতীয় প্রেসিডেন্ট নরবাট হফার বলেন, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য নতুন আইন প্রণয়ন করতে হয়েছে সরকারকে। ছাপানো বন্ধ হলেও বছরে ১০টি সংখ্যা মুদ্রিত হবে। সেটা নির্ভর করবে বাজেটের উপর।
ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স থেকে গণমাধ্যমকে বলা হয়েছে, ২০০৪ সালে, উইনার জেইটুং এখনও প্রকাশ হতে থাকা প্রাচীনতম সংবাদপত্রগুলোর মধ্যে একটি হিসাবে স্থান পেয়েছে।
ইতোমধ্যে, উইনার জেইটুং একটি মিডিয়া হাব, একটি কন্টেন্ট অ্যাজেন্সি এবং সাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে।
এএফপির প্রতিবেদনে ভাইস ম্যানেজিং এডিটর ম্যাথিয়াস জিগলারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কেউ কেউ ভয় পান যে সরকার কেবল উইনার জেইটুুং ব্র্যান্ডটিকে তার ৩২০ বছরের পুরানো ইতিহাস হিসেবে সংরক্ষিত রাখতে চায়। যদিও কেউ জানে না যে ভবিষ্যতের প্রকাশনাটি কেমন হবে- এতে আগের মতো সিরিয়াস সাংবাদিকতা হবে কিনা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট